এই যেন গোদের ওপর বিষফোঁড়া। এক শিশু সন্তানের মৃত্যুর শোক কাটতে অন্য শিশু সন্তান না অসুস্থ হয়ে পড়ল জেলা কংগ্রেসের পক্ষ থেকে সেই শিশু সন্তানকে চিকিৎসার জন্য রায়গঞ্জের শিশু বিশেষজ্ঞ অসিত বন্দোপাধ্যায়ের কাছে দেখানোর ব্যবস্থা করে দেওয়া হয়। কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার জন্য উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করে দেওয়া হয়েছে। বুধবার জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে জেলা কংগ্রেসের এক প্রতিনিধিদল সন্তান হারা অসীম দেবশর্মার সঙ্গে দেখা করে সমবেদনা জানান। অসহায় দু:স্থ অসীমবাবু অসুস্থ শিশু সিন্তানের চিকিৎসা খরচ ‡বাবদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করা হয়।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া গ্রামে অসীম দেবশর্মা তার পাঁচ মাসের শিশু সন্তানের শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হওয়ায় ‘অর্থের অভাবে সেই শিশু সন্তানকে এ্যাম্বুলেন্সে না এনে ব্যাগে করে বেসরকারি বাসে চেপে কালিয়াগঞ্জে ’’পৌছান। এই খবর জনসমক্ষ্যে আসার পর রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। শিলিগুড়ির কাছে থাকা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয় নবান্ন। বুধবার উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে এক প্রতিনিধি পুত্র শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। ঘটনার পর প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের কর্তারা মৃত শিশু সন্তানের পিতা অসীমবাবুর সঙ্গে দেখা করেছিলেন। বিতর্ক কিছুটা থামতেই প্রশাসনের কর্তাদের দেখা মেলেনি। জেলা কংগ্রেস প্রতিনিধি দল সেখানে গিয়ে জানতে পারেন তার অন্য শিশু সন্তানও অসুস্থ। দ্রুত চিকিৎসার প্রয়োজন। সেই সন্তানের চিকিৎসার জন্য মোহিতবাবু রায়গঞ্জের শিশু বিশেষঞ্জ অসিত বন্দোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে দেন। কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে চিকিৎসকের কাছে পৌছতে কোন অসুবিধা না হয় তারজন্য একটি এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করে। অসহায় দু:স্থ পরিবারকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা |