Uttar Dinajpur: মানুষকে সচেতন করার লক্ষ্যে অভিনব অনুষ্ঠান ক্রেতা সুরক্ষা দফতরের

আরও পড়ুন

মুখা শিল্পীদের নিয়ে সচেতনতামূলক শিবির করল উত্তর দিনাজপুর ক্রেতা সুরক্ষা দফতর। বৃহস্পতিবার এমন অনুষ্ঠান রায়গঞ্জের দু’ জায়গায় অনুষ্ঠিত হয়। রায়গঞ্জের দু’জায়গায় অনুষ্ঠিত হল এমন সচেতনতামূলক কর্মসূচি। প্রথমটি উত্তর দিনাজপুর জেলা শাসকের দফতরের সামনে, দ্বিতীয়টি রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন বাজার এলাকায়। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই জাতীয় ক্রেতা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এর মাধ্যমে একদিকে যেমন ক্রেতাদের প্রতারিত হওয়া থেকে সচেতন করা সম্ভব, ঠিক তেমনি এর মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার নিজস্ব সংস্কৃতি গোমিরা মুখা শিল্পকেও বাঁচিয়ে রাখা সম্ভব। এর ফলে আগামীদিনে মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা সম্ভব বলে মনে করেন জেলা ক্রেতা সুরক্ষা আধিকারিক সুপ্রতীক সোম।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close