কালিয়াগঞ্জে পুলিশের অপেশাদারী ভূমিকার বিরুদ্ধে সরব হল সি.পি.আই.(এম)। শুক্রবার বিকেলে তাদের পক্ষ থেকে একটি শান্তি ও সম্প্রীতির মিছিল বের করা হয়। সি পি আই-এম শহর এরিয়া দফতর থেকে মিছিল বেরিয়ে রায়গঞ্জের রাজপথ ধরে বিদ্রোহী মোড় হয়ে রায়গঞ্জ থানার সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য, কালিয়াগঞ্জ-এর নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার পর রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়। এরপর কালিয়াগঞ্জে এক এক ঘটনার পর রাজ্য-রাজনীতি তুঙ্গে ওঠে। পুলিশের অমানবিকতার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এরপর আবার বুধবার এক পুলিশ কর্মীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এক নিরীহ যুবক। সেই অভিযুক্ত পুলিশ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং মৃতদেহ নিয়ে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এদিনের এই মিছিলের আয়োজন করা হয়।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।