Dalkhola : ভরদুপুরে এক ব্যবসায়ীর দুঃসাহসিক খুন

আরও পড়ুন

এবার দিনে দুপুরে দুঃসাহসিক শ্যুট আউটের ঘটনা ঘটল ডালখোলায়। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক ভুট্টা ব্যবসায়ীর। খবর সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যবসায়ীর নাম জাইদুল হক। বয়স ২৮। তাঁর বাড়ি গোয়ালপোখর থানার মালিনগাঁও গ্রামে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, বুধবার দুপুরে ডালখোলা শহরে ভুট্টা বিক্রি করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন জাইদুল। দুটি বাইকে দুজন করে জাইদুল সহ মোট চার জন ব্যবসায়ী ছিলেন। ফেরার পথে আচমকা ডালখোলা থানার ভগবানপুর এলাকায় জাইদুল সহ চার ব্যবসায়ীর পথ আটকায় দুষ্কৃতীরা৷ জানা গিয়েছে, ওই দুষ্কৃতীদের মুখে রুমাল বাঁধা ছিল। হঠাৎ এভাবে পথ আটকানো হল কেন এই নিয়ে দুষ্কৃতীদের সঙ্গে বিবাদ শুরু হয় জাইদুলদের। এরই মাঝে আচমকাই জাইদুলকে গুলি করে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জাইদুল।

জাইদুলের সঙ্গে বাইকে থাকা আরেক ব্যবসায়ী দুষ্কৃতীদের হাত থেকে কোনওমতে পালিয়ে প্রাণে বাঁচেন। উল্লেখ্য, ওই ব্যবসায়ীদের কাছে লক্ষাধিক টাকা ছিল। পুরো টাকাটাই ছিনতাই করে পালায় ওই দুষ্কৃতীরা। এরপর আশঙ্কাজনক অবস্থায় জাইদুলকে নিয়ে যাওয়া হয় ডালখোলা হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয় রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে এবং সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

এদিকে, এদিন ভরদুপুরের এমন খুনের ঘটনায় ডালখোলা শহরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। মৃত জাইদুলের তিনি সঙ্গীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে বলে জানা যায়। ডালখোলার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই এলাকায় মাঝেমধ্যেই এমন চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতীদেরও অবাধ বিচরণ ওই এলাকা জুড়ে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close