শুক্রাবার সকালে একযুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়াল ডালখোলার রানীগঞ্জ গ্রামপঞ্চায়েতের আদিবাসী পাড়ায়। মৃত ওই যুবকের নাম আন্দ্রিয়াস বাস্কে। বয়স ৩৭ বছর। আন্দ্রিয়াসের বাড়ি সংলগ্ন একটি জমি থেকে শুক্রবার সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযযোগ কেউ বা করা তকে খুন করেছে। সূত্রের খবর আন্দ্রিয়াসের দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডালখোলা থানার পুলিশ। তারা দেহটিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, ডালখোলা।