প্রাইমারি স্কুলকে আস্ত একটি রেলগাড়িতে রুপান্তরিত করলেন স্কুল কতৃপক্ষ । এমনই চিত্র ধরা পরল চোপড়া ব্লকের দলুয়া স্বরসতী প্রাথমিক বিদ্যালয়ে।
স্কুল কতৃপক্ষ সূত্রের খবর, করোনার আবহের কারণে বহু পড়ুয়ারা আজ স্কুলছুট হয়ে গেছে। মাঝখানে আবার রাজ্য সরকারের নির্দেশে ১ মাস গরমের ছুটি। ফলে পড়ুয়াদের স্কুলমুখি করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে বহু স্কুল। তবুও পড়ুয়াদের স্কুলমুখি করতে হিমসিম খেতে হচ্ছে স্কুল শিক্ষকদের। তাই সমস্ত রকম চিন্তা ভাবনা রেখে এবার এক অভিনব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন স্কুল কতৃপক্ষ। পড়ুয়াদের স্কুল মুখি করতে স্কুলকেই রঙ তুলির মাধ্যমে এক আস্ত ট্রেনে পরিণত করা হয়েছে বিদ্যালয়কে। পড়ুয়াদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি বিদ্যালয় কতৃপক্ষের। এ বিষয়ে টিআইসি ইমতিয়াজ আলী ইমাম কি বলেছে শুনব-
এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুল মুখি হবে বলে আশাবাদী স্কুল কতৃপক্ষরা। অন্যদিকে, স্হানীয় বাসিন্দারা স্কুল কতৃপক্ষের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। স্কুলের এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুলে আসবে বলে স্হানীয়রা বাসিন্দারাও আশাবাদী। স্হানীয় বাসিন্দা দিবাকর দাস কি বলেছেন শুনন-
তার পাশাপাশি স্হানীয় ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মকসেদুর রহমান বলেন, স্কুলের প্রধান শিক্ষকের এই উদ্যোগ। দেখতে খুব ভালো লাগছে। এই দৃশ্য দেখার পর পড়ুয়ারা স্কুলে আসবে বলে তিনিও আশাবাদী। তিনি আরও কি কি বলছে শুনন-
এই জিনিস নতুন নয় এর আগেও দু-একটি জায়গায় হলেও উত্তর দিনাজপুরের এহন উদ্যোগ কে স্বাগত জানিয়ে চাপড়া সহ জেলার মানুষ।