Uttar Dinajpur: টাইমস ফোর্টিন বাংলার অফিস মিটিং-এ হাজির ছিলেন দেবেশ

আরও পড়ুন

ঠিক এক বছর আগে টাইমস ফোর্টিন বাংলা-র নির্মীয়মান কার্যালয়ে চ্যানেল উদ্বোধনের প্রাক্কালে জরুরি বৈঠকে হাজির হয়েছিলেন প্রখ্যাত ঔপন্যাসিক, কবি-সাহিত্যিক ও প্রাক্তন সাংবাদিক দেবেশকান্তি চক্রবর্তী। তাঁর উপস্থিতিতে অনেকটাই সমৃদ্ধ হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। তারই পরামর্শে ‘শনিবারের বিকেল’ নামের একটি পৃথক ‘সেগমেন্ট ‘ তৈরি করে টাইমস ফোর্টিন বাংলা। গত ১ বৈশাখ থেকে যা আজও নিয়মিত প্রতি শনিবার করে প্রকাশিত হয়ে চলেছে ‘টাইমস ফোর্টিন বাংলা’-র নিউজ রুম থেকে। যার দায়িত্বে নিয়োজিত বর্তমানে রয়েছেন শ্রীপর্ণা কুন্ডু এবং শর্মিষ্ঠা দত্ত। আগ্রহী লেখক কবি সাহিত্যিকরা নিয়মিত লেখা পাঠাতে পারেন শনিবারের বিকেলের পাতায়। যার হোয়াটস অ্যাপ নম্বর- ৯৭৩৫৮১৯৬০৫, অথবা মেইল করতে পারেন- times.14.2020@gmail.com/times14.com-এ

ওইদিনের জরুরী বৈঠকে উপস্থিত উত্তরের সারাদিন পত্রিকার প্রাক্তন সাংবাদিক দেবেশকান্তি চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন আজকাল পত্রিকার সাংবাদিক সুনীল চন্দ, ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার সাংবাদিক রাধামাধব সাহা, নিউজ এইট্টিন বাংলার প্রাক্তন সাংবাদিক ও বর্তমানে টাইমস ফোর্টিন বাংলার বিশেষ প্রতিনিধি উত্তম পাল-সহ বহু সম্মানীয় ব্যক্তিত্ব। সেই উজ্জ্বল জ্যোতিষ্ক দেবেশকান্তি চক্রবর্তী আর আমাদের মাঝে নেই। তিনি পাড়ি দিয়েছেন অজানার উদ্দেশে। তাঁর মতো প্রতিভাবান মানুষ ঘরে ঘরে জন্ম নিক।

উত্তর দিনাজপুর থেকে দীপঙ্কর কুমারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close