Uttar Dinajpur : বিজেপি কর্মীকে গুলি করে হত্যা-প্রতিবাদে ধর্ণা দেবশ্রীর

আরও পড়ুন

বিজেপি কর্মীকে গুলি করে হত্যা করার প্রতিবাদে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে ধর্ণায় বসেছেন রায়গঞ্জ সাংসদ দেবশ্রী চৌধুরী এবং বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপি নেতা কর্মীরা।

সূত্রের খবর, এই ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন অভিযুক্ত কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিষ্ণু বর্মন,মৃত মৃত্যুঞ্জয় বর্মনের ভাই। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিলিগুড়ি মোড়ে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তা সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । পুলিশের পক্ষ থেকে দফায় দফায় সাংসদের কাছে ধর্ণা তুলে নেবার জন্য আবেদন করেন। সাংসদ নাছড়বান্দা। তিনি ধর্ণা তুলতে রাজী হন নি। এই ধর্ণাকে কেন্দ্র করে শিলিগুড়ি মোড়ে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। সাংসদ জানিয়েছেন, পুলিশ যেভাবে সাধারন মানুষকে গুলি করেছে পারলে তার উপর পুলিশ গুলি চালাক।

 

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close