Uttar Dinajpur : কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা, অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের

আরও পড়ুন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হ’ল ইটাহারে। রবিবার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই কর্মসূচির আয়োজন করা হয় ইটাহার চৌরাস্তা এলাকায় বাস টার্মিনাস প্রাঙ্গণে। মূলত, পশ্চিমবাংলার ১০০ দিনের কাজের বকেয়া টাকা ফেরত, আবাস প্লাস-সহ বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা ফেরত, মণিপুরে নিশংসভাবে মহিলাদের উপর ধর্ষণ ও খুনের প্রতিবাদ-সহ সারা দেশ জুড়ে দলিত আদিবাসীদের ওপর আর এস এস ও বিজেপি-র অত্যাচারের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এদিনের এই ধর্না ও অবস্থান কর্মসূচি বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের প্রাপ্য বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার ফিরিয়ে না দিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস বলে জানান ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। বিধায়ক ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ব্লক তৃণমূল সভাপতি যোগেন্দ্র নাথ রায়, সহ-সভাপতি তথা জেলা পরিষদ সদস্য কার্তিক দাস, সুন্দর কিস্কু, সায়েস্তা আলম, মোজাফ্ফর হোসেন, ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী পূজা দাস, বিভিন্ন অঞ্চলের নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close