নতুন ৩৩ KV লাইন ইরো নির্মাণের জন্য চলমান বাঙ্গার 33/11 KV সাবস্টেশন মেরামতির কারনে মারনাই এবং ইটাহার ১১ KV ফিডার আগামীকাল, ১৯ জুন সোমবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল- ইটাহারের সুলিয়াপাড়া, কুরমানপুর, দশমঠ, কালোমাটিয়া, নমুনিয়া, কোয়ারপুর, বালিয়াপাড়া, বোরোট, কচুয়া, কাসিমপুর, বারসিং, মির্জাদিঘি। ওই অঞ্চলগুলির পাশাপাশি ইটাহার বি ডি ও অফিস, ইটাহার থানা, ইটাহার বাস স্ট্যান্ড, ইটাহার সাপ্লাই, ইটাহার হাই স্কুল ইত্যাদি অঞ্চলে সকাল ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। এমন খবর জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড বা ডব্লিউ বি সি ডি এস ই এল-এর সহকারী প্রকৌশলী (প্রযুক্তি) রায়গঞ্জ বিভাগ। সেই সঙ্গে তারা জানিয়েছেন সাইট সীমাবদ্ধতার উপর নির্ভর করে শাটডাউন সময় পরিবর্তিত হতে পারে। আবহাওয়া প্রতিকূল হলে কর্মসূচি বদল করা হতে পারে।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।