অভিষেক কেন মমতা বন্দোপাধ্যায় ডাকলেও তিনি দলের বৈঠকে যাবেন না। তিনি নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষনা করেছেন। তাই বিদ্রোহী বিধায়ক কি কখনও দলের বৈঠক যাবেন প্রশ্ন ইসলামপুরের তৃমমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরীর। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দোপাধ্যায়ের বৈঠকে যোগ না দেওয়া প্রসঙ্গে এই মন্তব্য করলেন আব্দুল করিম চৌধুরী।
সূত্রের খবর, গত ৩০ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে নবজোয়ার কর্মসূচী নিয়ে ইসলামপুরে এসেছিলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিবাদ চরমে উঠেছে। নবজোয়ার কর্মসূচীতেও বিধায়ককে আমন্ত্রন জানান নি জেলা সভাপতি। এই বিবাদের নিস্পতি করতে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় বর্ষিয়ান বিধায়কের বাড়িতে আসার কথা ছিল। বিধায়ক করিম চৌধুরী অভিষেকের আগমনকে ঘিরে তার বাড়ি সাজিয়ে তুলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে অভিষেক বন্দোপাধ্যায় বিধায়কের বাড়িতে যান নি। অভিষেক তার বাড়িতে না আসায় দু:খ পেয়েছিলেন বর্ষিয়ান এই বিধায়ক। দলের নেতারা বিধায়ককে তাচ্ছিল্য করায় নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষনা করেছিল। পয়লা মে রায়গঞ্জ থানার দূর্গাপুরে সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। সেই বৈঠকেও আব্দুল করিম চৌধুরী অনুপস্থিত থাকায় রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছিল। এই ঘটনার পর বিধায়ক নিজেকে বেশ কিছুটা গুটিয়ে রেখেছিলেন। অভিষেকের ডাকা বৈঠকে বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুপস্থিতি অভিষেক বন্দোপাধ্যায়ের নজরে এসেছিল। তিনি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে বিবাদ মিটিয়ে নেবার নির্দেশ দিয়েছিলেন। কানাইয়ালাল আগরওয়াল বিবাদ মিটিয়ে নেবেন বলে আশ্বস্ত করেছিলেন। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশ দেবার কয়েকদিন কেটে যাবার পর জেলা সভাপতি বিধায়কের সঙ্গে কোন রকম যোগাযোগ করেন নি। বিধায়ক বেশ কয়েকদিন মৌনব্রত থাকার পর শুক্রবার আবার বিস্ফোরক বিধায়ক আব্দুল করিম চৌধুরী। বিধায়কের দাবি কানাইয়ালাল আগরওয়ালই এই সমস্যা তৈরী করেছে। তিনি কোন মুখে সমস্যা মেটাতে আসবেন। জেলা সভাপতি তার বাড়িতে এলে তাকে ফুল দিয়ে বরন করে নেওয়া হবে।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা |