বেসরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের ইটাহার থানায়। নন্দনগ্রাম বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে রবিবার অভিযোগ জানানো হয় ইটাহার থানায়।
উল্লেখ্য, গত শুক্রবার ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের ভাগনৈল এলাকায় স্কুলে আসার পথে স্কুল পড়ুয়া-সহ একটি স্কুল ভ্যান নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনার খবর পেয়ে ওই নার্সারী স্কুলের সহকারী প্রধান শিক্ষক গোকুল চন্দ্র মন্ডল তার ছেলেকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। অভিযোগ- সেখানে পৌঁছতেই কিছু স্থানীয় বাসিন্দা সহকারী প্রধান শিক্ষক ও তার ছেলেকে ব্যাপক মারধর করে। মারধরের ফলে গুরুতর আহত হন ওই শিক্ষক। পরিবার ও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে দু’দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রবিবার ওই শিক্ষককে ছুটি দেন চিকিৎসক। এরপর ইটাহার থানায় এসে রবিবার মারধরের ঘটনার সঙ্গে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে লিখিত অভিযোগ জানায় নন্দনগ্রাম বিদ্যাসাগর বিদ্যাপিঠ নার্সারী স্কুল কর্তৃপক্ষ। ইটাহার থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে শিক্ষক সমাজের উপরে আক্রমনের মত এই নক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ-সহ ইটাহারের আপামর শিক্ষক সমাজ।
উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।