রাত-বিরেতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স করে কোনও রোগী বা রোগী পরিজনকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন ভিটিয়ারের সফিকুল। রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে তাকে ফোন করলেই তিনি তার ব্যক্তিগত গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে নিয়ে হাজির হন। একদম বিনামূল্যে তিনি রাতে গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তার গাড়ি নিয়ে চলে আসেন তাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য।
সূত্রের খবর, বিগত পঞ্চায়েত নির্বাচনে মাত্র ১৩ ভোটে বাম কংগ্রেস জোটের কাছে হেরে যান সফিকুলের স্ত্রী। যার ফলস্বরূপ ৯ নম্বর গৌরি গ্রাম পঞ্চায়েতের নাগর নদী পাড়ের এলাকায় তেমন একটা উন্নতি হয়নি। তাই ভিটিয়ার-সহ আশপাশের এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় না, বলাই চলে। দিনে ডেকোরেটরের ব্যবসা করে সফিকুল রাতে অসুস্থ মানুষদের পরিষেবা দিতে বেরিয়ে পড়েন।
তার এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। তাদের গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লেই তারা সফিকুলকে ফোন করলে তিনি তার গাড়ি নিয়ে চলে আসেন।
রায়গঞ্জ থানার বিহার সীমান্ত এলাকার ভিটিয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।