জমির বন্টন করতে গিয়ে ভাইয়ের হাতে দাদার মৃত্যু হল। রবিবার গভীর ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর এক নম্বর ব্লকের দরগাবস্তি এলাকায়। ঘটনাটি । সোমবার ময়নাতদন্তের কাজ শেষ হল ইসলামপুর হাসপাতালের পুলিশ মর্গে । ময়নাতদন্ত শেষে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেয় গোয়ালপোখর থানার পুলিশ ।
সূত্রের খবর, নিহত ওই ব্যক্তির নাম নাম মহম্মদ দেরবেজ ,বাড়ি গোয়ালপোখর এক নম্বর ব্লকের দরগাবস্তি এলাকায়। পাশাপাশি নিহত ব্যক্তির আত্মীয় পরিজনরা জানিয়েছেন- দু-ভাইয়ের মধ্যে জমির ভাগাভাগি নিয়ে সংঘর্ষ হয়। রফিক আর মহম্মদ দেরবেজ-এর মধ্যে সেই সংঘর্ষে মহম্মদ দেরবেজ-এর মৃত্যু হয়। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে গোয়ালপোখর থানায় অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতেই রফিককে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।