Uttar Dinajpur : সরকারকে হুমকি রাজবংশী সম্প্রদায়ের গুরুদেবের

আরও পড়ুন

রায়গঞ্জ বিন্দোল গ্রামে ভৈরবী মন্দিরে পূজা দিলেন রাজবংশী সম্প্রদায়ের গুরুদেব অনন্ত মহারাজ। ভৈরবী মন্দিরে পূজা দেবার পর তিনি যান দূর্গাপুরের স্বামীনাথ মন্দিরে , সেখানে পুজো দিয়ে দক্ষিন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

সূত্রের খবর, এদিন তিনি এলাকার রাজবংশী মানুষদের সঙ্গে মা ভৈরবীর মাহত্ব সম্পর্কে আলোচনা করেন। অসংখ্য রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই পুজোতে অংশ নিয়েছিলেন। কালিয়াগঞ্জে পর পর দুটি রাজবংশী সম্প্রদায়ের কিশোর ও যুবকের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে অনন্ত মহারাজ বলেন, শুধু এই দুইজনই নয় হাজারও পরিবারের মৃত্যু হয়েছে। অন্তরে সমস্ত কিছু গাথা আছে। সময় সব কিছু বলবেই প্রকারন্তে সরকারকে হুমকি দিয়ে গেলেন রাজবংশী সম্প্রদায়ের গুরুদেব অনন্ত মহারাজ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close