পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসককে মারধর কান্ডে জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কর্মবিরতি ইটাহার গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রামীণ হাসপাতালের মূল গেটের সামনে কালো ব্যাচ পরে কর্মবিরতিতে সামিল হয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।
উল্লেখ্য, সাপে কাটা এক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ইটাহার গ্রামীণ হাসপাতালে ঢুকে এক কর্তব্যরত চিকিৎসক ড. সারফুল আলিকে মারধর ও চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার। ফলে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ক্ষোভ প্রকাশ করে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা। এরপর চিকিৎসককে মারধর কান্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ইটাহার গ্রামীণ হাসপাতালের মূল গেটের সামনে প্ল্যাকার্ড হাতে কালো ব্যাচ পড়ে কর্ম বিরতিতে সামিল হন চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীরা। তবে গ্রামীণ হাসপাতালের জরুরী পরিষেবা সচল রাখেন হাসপাতাল কর্তৃপক্ষ। কর্ম বিরতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটাহারের বিডিও অমিত বিশ্বাস, আইসি সুকুমার ঘোষ ও জেলা স্বাস্থ্য আধিকারিক। তাদের আশ্বাসে প্রায় দীর্ঘ দু’ঘন্টা পর কর্ম বিরতি প্রত্যাহার করেন চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীরা। পাশাপাশি ইটাহার সদর ও বিধিবাড়ি এলাকার বাসিন্দারাও চিকিৎসক নিগ্রহের ঘটনায় সরব হয়ে অভিযুক্তের গ্রেফতারের দাবি জানান। বর্তমানে ইটাহার হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে ইটাহার থানার পুলিশ বাহিনী।
উত্তর দিনাজপুরের ইটাহার থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।