শিশুদের শিক্ষার অধিকার রক্ষার পাশাপাশি স্কুল টিচারদের প্রাইভেট টিউশন বন্ধের দাবি জানালো পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। রবিবার দুপুরে রায়গঞ্জের অফিস পারা কর্ণজড়ায় পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। এদিন রায়গঞ্জ এবং ইসলামপুর মহকুমার গৃহ শিক্ষকদের একটি বড় অংশ কল্যাণ সমিতির সম্মেলনে হাজির হন।
রায়গঞ্জের অফিসপাড়া কর্ণজোড়া থেকে বিশ্বনাথ দাস-এর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।