চলতি মাসের ৫ সেপ্টেম্বর, সোমবার থেকে ১৪ সেপ্টেম্বর, বুধবার পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। হাওড়া থেকে রাধিকাপুরগামী রেলগাড়ি ৫ থেকে ১৩ সেপ্টেম্বর এবং রাধিকাপুর থেকে হাওড়াগামী রেলগাড়ি ৬ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
সূত্রের খবর, ইস্টার্ন রেলের শক্তিগর ও রসুলপুরে থার্ড লাইনের কনস্ট্রাকশনের কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও কলকাতা ও শিলচর শিয়ালদা ট্রেনগুলি ওই দিনগুলিতে আজিমগঞ্জ রুটে চলবে। শনিবার কালিয়াগঞ্জ রেল স্টেশনে রেল কর্তৃপক্ষ থেকে এমনই নোটিশ জারি করা হয়েছে বলে জানান কালিয়াগঞ্জ রেলস্টেশনের মাস্টার বিশ্বজিৎ স্বর্ণকার।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।