Uttar Dinajpur: বৈশাখী চড়ক পুজোয় বিপুল সাড়া করণদিঘিতে

আরও পড়ুন

তিন দশকেরও বেশি সময় ধরে বৈশাখী চড়ক পুজো করণদিঘিতে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় কৃষক বাজারের ময়দানে চড়কপূজক কার্যত মেলার রূপ নিয়েছে। এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন। মেলা কমিটির সদস্য হরিস সিংহ জানান, তাদের পূর্বপুরুষেরা এই পুজোটা চালু করেছিলেন। তা এখন বংশ পরম্পরায় পালিত হয়ে আসছে এই ময়দানটিতে।

অন্যদিকে করণদিঘির বিধায়ক গৌতম পাল এমন ঐতিহ্যবাহী মেলা নিয়ে করণদিঘির মানুষের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, স্থানীয় কিষাণ মান্ডির মাঠে এই মেলাটি ত্রিশ বছর যাবত হয়ে আসছে এবার তা ৩১তম বর্ষে পদার্পণ করল।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close