বয়স মাত্র ৭ , দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। কিন্তু বয়স দেখে ওর প্রতিভাকে খাটো করতে যাবেন না। হ্যাঁ , রায়গঞ্জের সেবকপল্লির বাসিন্দা, রাজর্ষি প্রামাণিকের দাবা খেলায় অসাধারণ প্রতিভা ধরা পড়ল টাইমস ফোর্টিন বাংলা-র ক্যামেরায়।
সূত্রের খবর, জলপাইগুড়িতে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব ৮ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খুদে রাজর্ষি। প্রযুক্তির যুগে শিশুরা যেখানে মোবাইল ফোনের গেমে আসক্ত হয়ে পড়ছে, সেখানে রাজর্ষির এহেনও সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে বৈকি ! তার এই সাফল্য বাবা-মা তো বটেই , দাবা প্রশিক্ষক জয় দাসের সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলে জানায় সে।
দাবা প্রশিক্ষক জয় দাস ছাত্রের সাফল্যে অভিভূত। তিনি তার ছাত্রকে রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান বলে জানান।
বাবা রাজেশ প্রামাণিক ছেলের এই সাফল্যকে তার দাবা প্রশিক্ষক জয় দাসের কঠিন পরিশ্রমের ফসল বলেই মনে করছেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।