উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে প্রথম মিউচুয়াল ফান্ডের ব্রাঞ্চ অফিস উদ্বোধন হল শুক্রবার। এদিন দুপুরে এস বি আই রিজিওনাল ম্যানেজার অশোক কুমার দীক্ষিত, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট তথা উত্তরবঙ্গের মিউচুয়াল ফান্ডের দায়িত্বে থাকা সুদীপ্ত বর্মন প্রমুখের উপস্থিতিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে শুভ উদ্বোধন হল এস বি আই মিউচুয়াল ফান্ড ব্রাঞ্চ অফিসের। পর্দা উন্মোচন ও রিবন কেটে অফিসের উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সমবেত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ সূচনা হয় অফিসের। সুসজ্জিত অফিসটি ঘুরে দেখলেন সকল অধিকারীকরা। এ বিষয়ে অশোক কুমার দীক্ষিত আশাবাদী এরম একটি অফিস রায়গঞ্জে হওয়ায়। মিউচুয়াল ফান্ডের দিকে রায়গঞ্জ সহ সমগ্র জেলার মানুষ ঝুঁকবে।
মিউচুয়াল ফান্ডের প্রতি মানুষের বিশ্বাস নেই এটি মানতে নারাজ সুদীপ্ত বর্মন। তিনি বলেন তাহলে মিউচুয়াল ফান্ডের অফিসিয়াল গ্রোথ এতটা হওয়া সম্ভব ছিল না।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।