শনিবার শেরশা বাদিয়া সংগঠনের কার্যকরী কমিটির প্রতিনিধিদের তরফে একটি সভা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুরের করণদিঘিতে। জেলার করণদিঘি ব্লকের দোমোহনা রহটপুর হাই মাদ্রাসার ময়দানে এই কমিটির সদস্য ও অঞ্চল ইউনিটগুলির প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি সভা আয়োজিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন শেরশা বাদিয়া সংগঠনের জেলা সম্পাদক সাত্তার আহম্মেদ, করণদিঘি ব্লক কার্যকরী কমিটির সদস্য-সহ অঞ্চল ইউনিটগুলির প্রতিনিধিরা। এদিন বিশেষ তিনটি বিষয়ে আলোচনা করা হয়। সম্মেলনোত্তর সাংগঠনিক পর্যালোচনা, নির্বাচনী প্রেক্ষাপট ও তাদের ভূমিকা এবং বিবিধ বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।