Uttar Dinajpur : শেরশা বাদিয়া সংগঠনের আকর্ষণীয় অনুষ্ঠান করণদিঘিতে

আরও পড়ুন

শনিবার শেরশা বাদিয়া সংগঠনের কার্যকরী কমিটির প্রতিনিধিদের তরফে একটি সভা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুরের করণদিঘিতে। জেলার করণদিঘি ব্লকের দোমোহনা রহটপুর হাই মাদ্রাসার ময়দানে এই কমিটির সদস্য ও অঞ্চল ইউনিটগুলির প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি সভা আয়োজিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন শেরশা বাদিয়া সংগঠনের জেলা সম্পাদক সাত্তার আহম্মেদ, করণদিঘি ব্লক কার্যকরী কমিটির সদস্য-সহ অঞ্চল ইউনিটগুলির প্রতিনিধিরা। এদিন বিশেষ তিনটি বিষয়ে আলোচনা করা হয়। সম্মেলনোত্তর সাংগঠনিক পর্যালোচনা, নির্বাচনী প্রেক্ষাপট ও তাদের ভূমিকা এবং বিবিধ বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close