শরীরচর্চা করতে গিয়ে সমাজসেবা। হ্যাঁ এইরকমই একটি ঘটনার সাক্ষী হলাম আমরা।
সূত্রের খবর, জগত সাহা নামে এক ব্যক্তি রোজ সকালে রায়গঞ্জ ইউনিভার্সিটির মাঠে আসেন প্রাতঃভ্রমণের উদ্দেশে। সেই সময় তিনি প্রত্যক্ষ করেন কিছু ছেলে নিয়মিত মাঠে ফুটবল অনুশীলন করছেন। সেখান থেকেই তার মাথায় আসে- ছেলেগুলিকে ক্রীড়া সামগ্রী দিয়ে সাহায্য করার। যেমন ভাবনা, তেমন কাজ। সোমবার সকালে তিনি যাবতীয় ফুটবল ক্রীড়া সামগ্রী নিয়ে হাজির হলেন ইউনিভার্সিটি মাঠে। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। দায়িত্ব নিলেন সকলের টিফিনের ব্যবস্থা করারও। স্বভাবতই খুশি ফুটবল প্রশিক্ষক থেকে খুদে খেলোয়াড়রা।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ইউনিভার্সিটি মাঠ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।