বুধবার উচ্চ মাধ্যমিক ২০২৩ পরীক্ষার উৎকর্ষপত্র দেওয়া হল রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ে। বুধবার সকাল থেকেই রায়গঞ্জ-সহ পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উৎকর্ষপত্র সংগ্রহ করতে দেখা যায়।
সূত্রের খবর, এদিনের তীব্র গরম ও অসহনীয় পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি দিতে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি অস্থায়ী জলসত্র খোলা হয়। যার ফলে শিক্ষকরা কিছুটা হলেও স্বস্তি অনুভব করেন।
রায়গঞ্জের করোনেশন স্কুল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।