বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জের বিধানমঞ্চে আয়োজিত হল কবি প্রণাম। রায়গঞ্জ কালচারাল ফোরাম এর আয়োজনে ও পুরসভার সহযোগিতায় রবীন্দ্র জয়ন্তী তথা কবি প্রণাম উদযাপন করা হয়। বরাবরই রায়গঞ্জ কালচারাল ফোরামের সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যমাত্রা যোগ করে থাকে। এবারেও স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অ্যরিনা মুখোপাধ্যায়ের গান।
উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুর প্রশাসক অরিন্দম সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ তথা রায়গঞ্জ কালচারাল ফোরামের সভাপতি শুভেন্দু মুখার্জি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বেশ কিছু সংখ্যক সংস্কৃতি প্রেমী মানুষ জন।
এবিষয়ে সংগঠনের কোষাধ্যক্ষ সৌরভ গুহ জানান রবীন্দ্র জয়ন্তীর দিন পাড়ায় পাড়ায় বিভিন্ন অনুষ্ঠান হয় তাই বেশি সংখ্যক মানুষকে নিয়ে এই অনুষ্ঠান করার উদ্দেশ্যেই একদিন বাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রায়গঞ্জ কালচারাল ফোরামের সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় বলেন রবীন্দ্রনাথ বাঙালির মননে তাই আধুনিক যুগেও সমান ভাবে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।