Bihar : কালিয়াগঞ্জ ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়ল ভারতবর্ষে

আরও পড়ুন

কালিয়াগঞ্জের কিশোরীকে ধর্ষন করে খুনের ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়ল ভারতবর্ষে। রবিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিহারের বলরামপুর শাখা রেলি করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে রাস্তায় বিক্ষোভ দেখান ।

সূত্রের খবর, শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাংগুয়া গ্রামে এক কিশোরীকে ধর্ষন করে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। পুলিশ খুনের ঘটনা ধামাচাপা দিতে চাইছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। ঘটনার তদন্তে আসে রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা কমিশন। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে ১৪ দিনের পুলিশী হেফাজতে নিয়েছে। বাকি অভিযুক্তরা এখনও অধরাই থেকে গেছে। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার প্রমান মেলায় মৃতার পরিবার রাজ্য পুলিশের তদন্তে আস্থা হারায়। মৃতার পরিবার তদন্তভার সি বি আই এর হাতে তুলে দেবার দাবিতে অনড়। রাজ্যের মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষা দিতে ব্যার্থ হওয়ার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় বলরামপুরে বিক্ষোভ দেখায়, তার পাশাপাশি নেতৃত্ব দেন রাজবংশী কল্যাণ পরিষদ সংগঠনের নেতা জগন্নাথ দাস, অমৃত সিং, সুদর্শন সিং, ভিকি কুমার দাস, জগন্নাথ দাস, এবং বিশ্ব হিন্দু রক্ষা সংগঠন. Bjp পার্টির নেতৃত্ব দেন মহেশ্বর মাহাতো, প্রিয়কেশ কুমার, রঞ্জিত কুমার মাহাতো, অমরজিৎ যাদব, আনন্দ মোহন, পান্ডব রাই, ভারত দাস, প্রণব দাস, রাহুল কুমার, ভাদু সিং সহ অনেকে।

বিহারের বলরামপুর থেকে অভি সিনহার রিপোর্ট , টাইম ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close