কিশোরী ধর্ষণকাণ্ডে ফের রণক্ষেত্র কালিয়াগঞ্জ। দাউ দাউ করে জ্বলছে থানা। বিক্ষোভের জেরে ফের উত্তাল হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।
সূত্রের খবর, কালিয়াগঞ্জের কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে গত কয়েকদিন যাবৎ শিরোনামে রয়েছে কালিয়াগঞ্জ। এই ঘটনার জেরে প্রতিবাদ চলছে জেলাজুড়ে। মঙ্গলবারও প্রতিবাদের জেরে কালিয়াগঞ্জ থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন রাজবংশী, তফসিলি এবং আদিবাসী যৌথ মঞ্চ। সেইমতো থানা ঘেরাও করে এদিন দুপুর থেকেই একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। থানার সামনে বাসিন্দাদের বিক্ষোভ সামাল দিতে লাঠি হাতে তাড়া করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। পালটা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জ্বালিয়ে দেওয়া হয় থানার আসবাবপত্র, থানার সামনে থাকা গাড়ি। বলতে গেলে পুরো এলাকাই দাউ দাউ করে জ্বলছে। তবে দমকলবাহিনী এখনও এসে পৌঁছয়নি।
ফোর্টিন টাইমলাইন, উত্তর দিনাজপুর।