মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধাবীদের পাশে দাঁড়ালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বেশ কিছু পরীক্ষার্থী মুখ উজ্জ্বল করেছে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার। এরই মধ্যে অন্যতম অর্ণব বন্দোপাধ্যায় , মাধ্যমিক পরীক্ষায় ৬৮২ পেয়েছে, অর্ঘরাজ সরকার, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৮৪ পেয়েছে, রুচি সাহা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৬৫ পেয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে সংবর্ধনা দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রত্যেকের বাড়ি গিয়ে তাদের হাতে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কিছু উপহারও তুলে দেন। সেইসঙ্গে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ারও বার্তা দেন তিনি। বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীরাই ভবিষ্যত প্রজন্ম তাই তাদের উৎসাহিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন কৃষ্ণ কল্যাণী।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।