সুদীর্ঘ ২০ ঘন্টা ম্যারাথন জেরার পর তদন্তকারীদের সঙ্গে বাড়ি থেকে বার হন রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যানী। বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ তাকে বাড়ি থেকে বের করে রায়গঞ্জের সুদর্শনপুরের কল্যাণী গ্রুপের কর্পোরেট অফিসে নিয়ে যাওয়া হয়। তদন্তকারীদের গাড়িতে রওনা হওয়ার আগে কৃষ্ণ বলেন, “কৃষ্ণ কল্যানী কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত না, তদন্তকারীরা ভালো ব্যবহার করেছেন, তবে বিষয়টি খুব তাড়াতাড়ি জানা যাবে বলেও দাবি করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।পাশাপাশি কৃষ্ণ কল্যানীর অফিস থেকে কিছু নথি তদন্তকারী অফিসাররা তাদের সঙ্গে নিয়ে যান বলেই খবর। তবে এবিষয় নিয়ে তদন্তকারী অফিসারদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তে প্রায় ২৬ ঘন্টা পড়েও কৃষ্ণ কল্যানী তদন্তকারী অফিসারদের সঙ্গেই রয়েছেন। এদিন বিধায়ক কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের উদ্দেশে আঙুল তুলে ভিকট্রি সাইন দেখিয়েছেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে ক্যামেরায় বিশ্বনাথের সঙ্গে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।