শুক্রবার রাতে কালাগছ এলাকায় নাকা চেকিং চালানোর সময় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করল চোপড়া থানার পুলিশ। এদিন WB68R/0128 নম্বরের একটি গাড়ি নিয়ে তারা বিভিন্ন কোম্পানির হুইস্কি বহন করছিল। সন্তোষজনক উত্তর দিতে না পারায় তিনজনকেই পুলিশ আটক করেছে। এরা হল ওই গাড়িটির চালক দিলীপ কুমার যাদব, পারভেজ আলম এবং ফুলেশ্বর যাদব। তিন জনের বাড়িই বিহারের আরারিয়া জেলায়।
পুলিশের হাতে উদ্ধার হওয়া বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কিগুলির বাজার মূল্য ২ লক্ষ ৭২ হাজার টাকা। চোপড়া থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত নেমেছে।
ফোর্টিন টাইমলাইন, চোপড়া, উত্তর দিনাজপুর।