Maharastra : দুর্ঘটনার তদন্তে গিয়ে নিহত পুলিশ আধিকারিক

আরও পড়ুন

বুধবার রাতে মহারাষ্ট্রের নাগপুরে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে গিয়ে আচমকা গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক পুলিশ আধিকারিক।

সূত্রের খবর, নিহত ওই পুলিশ আধিকারিকের নাম জয়ন্ত বিষ্ণু শেরেকর। বয়স ৪২ বছর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাত জন। বুধবার রাতে গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটির মধ্যেই আটকে পড়েন চালক। সেই ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ আধিকারিক জয়ন্ত বিষ্ণু-সহ অন্যান্যরা। তারা বাসের ড্রাইভারকে ভেতরে আটকে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের জন্য চেষ্টা শুরু করে দেন ঠিক সেই সময় উল্টো দিকথেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। গুরুতর আহত অবস্থায় সকলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিত্সকরা পুলিশ আধিকারিককে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটিকে আটক করা হলেও গাড়ির চালক পলাতক। পুলিশ গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

ব্যুরো নিউজ, মুম্বই,মহারাষ্ট্র ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close