সোমবার রাতের মালদার গাজোল থানার পান্ডুয়াযা সরকারি বাস দুর্ঘটণায় নিহত হয়েছেন দু’জন যাদের মধ্যে একজন কালিয়াগঞ্জের বাসিন্দা। ওই অভিশপ্ত রাতের বাস দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন । তাদের প্রত্যেককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। যার মধ্যে একজন মহিলাও রয়েছেন।
উল্লেখ্য, নিহত মহিলার নাম সায়লি হাঁসদা, যার বাড়ি উত্তরদিনাজপুরের রাধিকাপুরের ফরিদপুর গ্রামে। এই ঘটনার জেরে গ্রামে শোকের ছায়া নেমেছে। খবর পেয়ে মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছেন প্রশাসনের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্রম দেবসর্মা,,জেলা পরিষদের সদস্য কমল সরকার, ও প্রশাসনের অধিকারিকরা।
উত্তরদিনাজপুরের রাধিকাপুর ঘুরে এসে উত্তমপালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।