দীর্ঘ পাঁচ দিনের অচলাবস্থার পর পুনরায় স্বাভাবিক হল মালদার রায়গঞ্জ বেসরকারি বাস পরিষেবা।
সূত্রের খবর, দীর্ঘ পাঁচ দিনের অচলাবস্থার পর বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হল রায়গঞ্জ মালদা রুটের বেসরকারি বাস পরিষেবা। গত শনিবার থেকে মালদার একটি বাসের কর্মচারীরা রায়গঞ্জে অটো চালকদের দ্বারা নিগৃহীত হওয়ার প্রতিবাদে বন্ধ হয়ে যায় মালদার রায়গঞ্জ রুটের বেসরকারি বাস পরিষেবা। বুধবার বিকালে মালদা আরটিও অফিসে রায়গঞ্জ ও মালদার বেসরকারি বাস মালিক ও শ্রমিকদের সংগঠন উপস্থিত থেকে আলোচনার মাধ্যমে শর্তসাপেক্ষ সমস্যার সমাধান করা হয়।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।