Uttar Dinajpur : জাতিগত শংসাপত্র পাঠানোর দাবিতে বিডিও-কে স্মারকলিপি

আরও পড়ুন

জাতিগত শংসাপত্রের আবেদন দ্রুত এসডিও- র দফতরে পাঠানোর দাবিতে ইটাহার বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করা হ’ল। এদিন উত্তর দিনাজপুরের ভদ্রশীলার লোহারা আদিবাসী সমিতির তরফে ভদ্রশীলা গ্রামের বেশকিছু বাসিন্দারা এই স্মারকলিপি দেন।

সংগঠনের তরফে জানা যায়, বিগত জানুয়ারি মাসে ইটাহার ব্লকের দুর্লভপুর অঞ্চলের দক্ষিণাল এলাকার জীবনপুর মৌজার ৩৯ জন লোহারা আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষের জাতিগত শংসাপত্রের আবেদন স্থানীয় পঞ্চায়েত দফতরের মাধ্যমে বিডিও অফিসে জমা করা হয়। যার নথী যাচাই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু বিগত ৫ মাস যাবৎ তা এসডিও অফিসে পাঠানো হয়নি বলে অভিযোগ। শংসাপত্র না হওয়ার ফলে এলাকার ছাত্র-ছাত্রী, বৃদ্ধ-সহ বিভিন্ন স্তরের মানুষেরা রাজ্য সরকারের বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত যেনও সেই ৩৯টি আবেদনপত্র ইটাহার ব্লক প্রশাসনের তরফে এসডিও অফিসে পাঠানো হয় সেই কারনে বুধবার ইটাহার বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করা হয় উত্তর দিনাজপুর লোহারা আদিবাসী সমিতির তরফে। ইটাহার ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জাহিরুল ইসলাম তাদের দাবিপত্র খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দেন বলে জানা গিয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সম্পাদক জগন্নাথ কর্মকার, কোষাধ্যক্ষ লক্ষ্ণী কর্মকার, সংগঠনের সদস্য গোবিন্দ টুডু, সীতারাম কর্মকার-সহ অন্যান্যরা।

উত্তর দিনাজপুরের ইটাহার থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close