পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের দলীয় প্রার্থীদের সমর্থনে বুথ ভিক্তিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হল। শনিবার কালিয়াগঞ্জের ১ নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দাসিয়া, জড়ং, অনন্তপুর ১ নম্বর-সহ একাধিক বুথে নির্বাচনী সভার পাশাপাশি গ্রামে ভোট প্রচার চালানো হয়। এদিনের নির্বাচনী ভোট প্রচারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ছাড়াও তৃণমূলের অঞ্চল সভাপতি, যুব সভাপতি-সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা। এদিন বিধায়ক সৌমেন রায়, কালিয়াগঞ্জ ২১ নম্বর জেলা পরিষদের প্রার্থী রামদেব সাহানি, পঞ্চায়েত সমিতির ৩ নম্বর আসনের প্রার্থী সুবর্ণারানী সরকার প্রামাণিক এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থী শিপ্রা বালা সরকারকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার চালান।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।