মন বাউল আয়োজিত প্রজ্বলন অনুষ্ঠিত হয় রায়গঞ্জ বিধান মঞ্চে। রবিবার সন্ধ্যায় এই সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়। রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের তৃতীয় বর্ষের কিছু সংস্কৃতিপ্রেমী পড়ুয়ার উদ্যোগে তৈরি হয়েছে মন বাউল। গত দুদিন যাবৎ অনুষ্ঠিত হওয়া সাংস্কৃতিক প্রতিযোগিতা গুলির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গে ছিল রায়গঞ্জ আন্তরিক এর কচিকাঁচাদের উপস্থাপনা। দক্ষিণ সোহারই এর মত প্রান্তিক গ্রামের ক্ষুদেদের নিয়ে এই প্রয়াস নজর কেড়েছে উপস্থিত সকলের।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধানমঞ্চ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।