রায়গঞ্জের কাশীবাটি এলাকায় এক নাবালিকার সঙ্গে অশ্লীল আচরণ করার অপরাধে ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসীকে ধরে গণধোলাই দিলেন গ্রামবাসীরা। স্বামী অনির্বানানন্দ নামে ওই সন্ন্যাসীর বাড়ি বাড়ি চাঁদা তোলার উদ্দেশে কাশীবাটি এলাকায় গেলে কাশীবাটি এলাকার একটি বাড়িতে ওই নাবালিকা একাই ছিল সেই সময় ওই নাবালিকাকে একাই পেয়ে তার সঙ্গে অশ্লীল আচরণ করে বলে অভিযোগ।এরপরই ওই সন্ন্যাসীকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এরপরই হঠাৎ গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওই সন্ন্যাসীকে মারধর করতে শুরু করে। ভাঙচুর চালানো হয় ভারত সেবাশ্রম সংঘের গাড়িতে। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।