Chopra : পথ দুর্ঘটনায় মৃত মোটরবাইক আরোহী

আরও পড়ুন

বৃহস্পতিবার সন্ধ্যায় চোপড়ার ভরতগছ এলাকায় রাজ্য সড়কে মোটরবাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত মোটরবাইক আরোহী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম তরিকুল ইসলাম। বয়স ২২ বছর। তাঁর বাড়ি চোপড়া থানার আমতলা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় চোপড়া থেকে মোটরবাইকে করে বাড়ি ফেরার সময় ভরতগছ এলাকায় দাসপাড়া দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে গুরুতর জখম হয় ওই যুবক। তাকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

Fourteen Time Line, Uttar Dinajpur

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close