Uttar Dinajpur: বাংলার পুলিশকে সমঝে চলার বার্তা সাংসদ দেবশ্রীর

আরও পড়ুন

পুলিশকে সতর্ক করলেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এই ঘটনার পর তিনি পুলিশকে সাবধান হওয়ারও পরামর্শ দিলেন। বিজেপি নেতা এবং কার্যকর্তারা যেপথ দিয়ে যাবেন, পুলিশ যেনও সমঝে চলে। দাড়িভিটে দুই ছাত্র গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতার উচ্চ আদালত এন আই এ-কে তদন্তভার দেওয়ার পর মৃত দুই ছাত্রের পরিবারের সঙ্গে মিলিত হন সাংসদ দেবশ্রী চৌধুরী, সেখানেই এই মন্তব্য করেন। দেবশ্রী চৌধুরী এবং বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকারকে মৃতের পরিবারের সদস্যরা ফুলের মালা পড়িয়ে অভিনন্দন জানান।দেবশ্রী দেবী এদিন মৃত দুই ছাত্রের পরিবারকে সঙ্গে নিয়ে সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ নিবাদন করেন। দেবশ্রীদেবীর সঙ্গে ছিলেন মৃত দুই ছাত্রের মা মঞ্জু বর্মন এবং ঝর্না সরকার। সমাধিস্থলে গিয়ে দুই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। মায়েদের সঙ্গে কান্নায় ভেঙে পড়েন সাংসদ দেবশ্রী চৌধুরীও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবশ্রীদেবী জানান, রাজ্য সরকার সি বি আই তদন্তে রাজি না হওয়ায় আদালতের নির্দেশে এন আই এ তদন্ত হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে দাড়িভিটে এসে মৃত দুই ছাত্রের পরিবারকে তিনি সি বি আই তদন্তের আশ্বাস দিয়ে ছিলেন। দুই ছাত্রের পরিবারকে নিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শা-র সঙ্গে মিলিত হয়েছিলেন। তিনি দীর্ঘ চার বছর যাবৎ রাজেশ, তাপসের পরিবারকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন।আজ খুশির দিন। দীর্ঘ লড়াই, আজ সাফল্য পেলেন। এন আই এ-কে তদন্তভার দেওয়ার কারন হিসেবে দেবশ্রীদেবী জানান, পুলিশ ভুল করে এই দুজনকে গুলি করে হত্যা করেনি। তাপস গুলিবিদ্ধ হওয়ায় পর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাবার সময় অমলঝাড়ি গ্রামে তাপসের দেহ আটকে রেখে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। দাড়িভিটের মত প্রত্যন্ত গ্রামে কারা ছিলেন সেটা খুঁজে বের করার জন্যই এই এন আই একে তদন্তভার দেওয়া হয়েছে। এন আই এ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের অধীনস্ত একটি সংস্থা। দেশের সর্বশ্রেষ্ট তদন্তকারী সংস্থাকে দিয়ে এই তদন্ত হবে। আদালত এই নির্দেশ দেওয়ায় সাধারণ মানুষের বিচার ব্যবস্থার উপর ভরসা আরও বাড়বে। তাদের বিচার ব্যাবস্থার উপর আস্থা ছিল,আছে, থাকবে বলে দেবশ্রী দেবী মন্তব্য করেন। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থাকে ধন্যবাদ জানান। অসহায় মৃত দুই ছাত্রের পরিবারের চোখের জলের দাম দিতে পারায় তারা খুশি।

উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close