মালদার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজেও পালিত হল বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মতিথি। শুক্রবার বেলা ১টায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে। বাংলা বিভাগ, আই কিউএসি (IQAC)-র সহযোগিতায় “কাজী নজরুল ইসলাম স্মরণে মননে” শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়।
সূত্রের খবর, কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী পালনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. দীপক চন্দ্র বর্মণ। এছাড়াও সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য অধ্যাপক-সহ বিশিষ্টজনেরা। নাচ-গানে নাটকের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে নজরুল চেতনা বাঁচিয়ে রাখাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন অধ্যক্ষ ড. চন্দন রায়।
তবে সুরেন্দ্রনাথ কলেজের অনুষ্ঠানটি যে মনোগ্রাফি হয়েছে তা হলফ করে বলে দেওয়া যায়।
রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ঘুরে প্রবাল সাহার রিপোর্ট , টাইমস ফোর্টিন বাংলা।