শুক্রবার সকালে রাজ্যজুড়ে মাধ্যমিকের ফল প্রকাশ পেলেও প্রথম দশে নেই উত্তর দিনাজপুরের নাম। তবে প্রথম দশে স্থান পায়নি উত্তর দিনাজপুর জেলার কোনও পরীক্ষার্থীই। যার জেরে মন খারাপ হয়ে রয়েছে পড়ুয়া, অভিভাবক-সহ শিক্ষক মহলেও। শহর তথা জেলার স্বনামধন্য বিদ্যালয় রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে এবারের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬০ জন। যাদের মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৬৮২। প্রসঙ্গত, দশম স্থানাধিকা⁸রী পেয়েছে ৬৮৩। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্মৃতিকণ্ঠ দত্ত মিষ্টিমুখ-সহ অভিননদন জানান অর্ণবকে। মা বাবার মুখ উজ্জ্বল করে ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করতে চায় অর্ণব।
বিদ্যালয়ের ফলে মোটের উপর সন্তুষ্ট স্মৃতিকণ্ঠবাবুও। প্রথম দশে কোনও পরীক্ষার্থী না থাকলেও বিদ্যালয়ের ফল ভালো হয়েছে বলে জানান তিনি। অপরদিকে, রায়গঞ্জের মেয়েদের মধ্যে সম্ভবত সর্বোচ্চ নম্বর পেয়েছে রায়গঞ্জ গার্লস উচ্চ বিদ্যালয়ের তমোঘ্না বিশ্বাস। তার প্রাপ্ত নম্বর ৬৬৯। বিদ্যালয়ের ১৫১ জন পরীক্ষার্থীদের মধ্যে সে সর্বোচ্চ নম্বর পেয়েছে। বিদ্যালয়ের সকল শিক্ষিকারা অভিনন্দন জানিয়েছেন। তবে আরও ভাল নম্বর প্রত্যাশা করেছিল সে। তার ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে।
জেলায় প্রথম দশে কোনও পরীক্ষার্থী নেই, তাই বলে জেলার শিক্ষা ব্যবস্থা খারাপ হয়েছে মানতে একেবারেই নারাজ বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখোপাধ্যায়।
রায়গঞ্জ করোনেশন ও গার্লস উচ্চ বিদ্যালয় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।