বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির রূপরেখা ঠিক করতে জরুরি বৈঠক করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।
মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের উকিলপাড়ার দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এই বিশেষ জরুরী সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি-র সভাপতি বাসুদেব সরকার-সহ জেলা বিজেপি-র বিশিষ্ট নেতা-কর্মীরা। এদিনের সভায় দীর্ঘ সময় আলোচনা করা হয়। এই সভাশেষে বিকেল সাড়ে ছটা নাগাদ, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সাংবাদিকদের কি কি বলেছেন শুনে নেওয়া যাক –
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।