দাড়িভিটের পর এবার সাহেবঘাটায় কিশোরীকে ধর্ষন এবং খুনের ঘটনায় রাজ্য সরকারের মুখ পুড়ল। বৃহস্পতিবার কলকাতার উচ্চ আদালত কিশোরী মৃত্যুর ঘটনায় তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দিল। এই সিটে আছেন আই পি এস অফিসার দমনন্তী সেন, প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত এবং প্রাক্তন সি বি আই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস। আদালতের এই রায়ে খুশী বিজেপি দল। বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন, রাজ্য সরকার রাজবংশী কিশোরীকে নিশংসভাবে খুনের ঘটনায় সি আই ডি কে তদন্তভার দিয়েছিল। মৃতের পরিবার এবং বিজেপি এই তদন্তে রাজী হন নি। তারা সি বি আই তদন্তের দাবিতে আদালতে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার উচ্চ আদালত এই মামলার তদন্তভার সিটকে দায়িত্ব দেয়। আদালতের নজরদারিতেই এই তদন্ত করবে সিট। সিটের আধিকারিকরা মনে করলে দ্বিতীয় বার ময়নাতদন্ত করতে পারবে বলে বাসুদেব বাবু জানিয়েছেন।প্রথম পর্যায়ে মৃতের পরিবার এবং বিজেপি দল জয়ী হয়েছে। এই তদন্তে খুনে প্রকৃত কারন জানা যাবে। অভিযুক্তরা প্রত্যেকেই ধরা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য,গত ২১ এপ্রিল উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানার মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাংগুয়া গ্রামে কিশোরীকে ধর্ষন করে খুনের অভিযোগ উঠেছিল।এই ঘটনার প্রতিবাদে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের মধ্যে খন্ডযুদ্ধ বেধেছিল। পুলিশ সুপার দাবি করেছিল বিষ খেয়ে কিশোরী আত্মিঘাতি হয়েছেন। এই বক্তব্যে তোলপাড় হয় গোটা রাজ্য। রাজ্য সরকারের তরফে ঘটনার তদন্তভার সি আই ডি র হাতে তুলে দেওয়া হয়।সি আই ডি তদন্ত শুরু করেছে।বৃহস্পতিবার উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থা ঘটনার তদন্তভার সিটের হাতে তুলে দিল।
উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।