Kaliyaganj : চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায় আত্মঘাতী বৃদ্ধ

আরও পড়ুন

চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। তার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের মইনগর এলাকায়। শোকের ছায়া ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর, মৃত ওই বৃদ্ধের নাম বাইরু দেবশর্মা। বয়স ৭২ বছর। দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রনায় ভুগছিলেন বাইরুবাবু। চিকিৎসার জন্য বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন ছিল। সেই খরচ জোগাড় করতে পারছিলেন না তার পরিবারের সদস্যরা। বুধবার দুপুর ৩ টা নাগাদ নিজের শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় সেই বৃদ্ধকে। ঘটিনাটি তার পরিবারের সদস্যদের চোখে পড়তেই তাকে তড়িঘড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের অনুমান, পেটের ব্যথা সহ্য করতে না পারার পাশাপাশি চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায় আত্মঘাতী হয়েছেন তিনি।

ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close