পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের নবগঠিত পূর্নাঙ্গ ব্লক কমিটি ঘোষণা সহ সাংগঠনিক কর্মী বৈঠক করা হল ইটাহারে। বুধবার ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ হোসেনের নির্দেশে ও ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই সাংগঠনিক কর্মী বৈঠকের আয়োজন করা হয় ইটাহার পথসাথী প্রাঙ্গণের সভাকক্ষে।
মূলত, রাজ্য ও জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এদিন ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিধায়ক মোশারফ হোসেন। পাশাপাশি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী করতে নবনিযুক্ত ইটাহার ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীদের নিয়ে দলীয় রণকৌশল ঠিক করতে এদিনের এই সাংগঠনিক বৈঠক বলে জানা যায়। একই সঙ্গে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহার উপস্থিতিতে এদিনের বৈঠকের মধ্য দিয়ে মহিলা নেত্রীদের সংগঠনকে মজবুত করতে বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে অবগত করেন বিধায়ক মোশারফ হোসেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিধায়ক মোশারফ হোসেন, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালী ঘোষ সাহা, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী পূজা দাস, ব্লক তৃণমূল সভাপতি যোগেন্দ্র নাথ রায়, সহ-সভাপতি কার্তিক চন্দ্র দাস, রীনা সরকার সহ ব্লক ও অঞ্চলের অন্যান্য মহিলা নেতৃত্বরা।
উত্তর দিনাজপুরের ইটাহার থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।