প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তালিকায় নাম না থাকার অভিযোগে বঞ্চিত বাসিন্দারা পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রকৃত ঘর প্রাপকদের তালিকা তৈরির দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুপ বিশ্বাস।
উল্লেখ্য, রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বরুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকা প্রকাশিত হওয়ার পর রাজ্যের বিভিন্ন জেলায় বঞ্চিত গ্রামবাসীদের আন্দোলন শুরু হয়েছে। এমনই ঘটনা ঘটেছে রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের প্রকৃত নব্বই শতাংশ গ্রামবাসী এই তালিকায় নাম না ওঠায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার স্থানীয় গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখতে শুরু করেন। উত্তেজিত গ্রামবাসীরা পঞ্চায়েতের প্রধান-সহ পঞ্চায়েত কর্মীদের ঘরে আটকে রেখে দফতরে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বরুয়া গ্রাম পঞ্চায়েতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হওয়ায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বঞ্চিত গ্রামবাসী রুকসানা বেগমের অভিযোগ- বরুয়া গ্রাম পঞ্চায়েতের দশটি সংসদকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হয়নি। প্রকৃত বাসিন্দাদের আওতায় না এনে ধনীদের এই তালিকার অর্ন্তভুক্ত করা হয়েছে। ২০১৯ সালের তালিকা বাতিল করে নতুন করে তালিকা তৈরির দাবি জানিয়েছেন রুকসানা বেগম। রুকসানা বেগমের দাবিকে সমর্থন জানিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অনুপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, এই প্রকল্পে উপভোক্তাদের তালিকা কিভাবে তৈরি করা হয়েছে তা তিনি জানেন না। প্রকৃত উপভোক্তাদের তালিকায় না এনে বহু বিত্তবানদের তালিকায় আনা হয়েছে। অবিলম্বে এই তালিকা বাতিলের দাবি করেছেন শ্রীবিশ্বাস।
রায়গঞ্জের বড়ুয়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।