Uttar Dinajpur : মিলন মেলায় পরিজনের সঙ্গে দেখা না হওয়ায় বিষাদ দুই প্রান্তের মানুষের

আরও পড়ুন

বিএসএফের কড়া নিয়মে হতাশ হয়ে ফিরে যেতে হল এপার বাংলার সীমান্তের ওপারে থাকা একে অপরের পরিজনদের। বিএসএফ জওয়ানদের নিয়ম অনুযায়ী, কাঁটাতারের কাছে কোনোভাবে যাওয়া যাবে না। যার ফলে দূর-দূরান্ত থেকে আসা মানুষেরা নিজেদের পরিজনদের সঙ্গে দেখা না করেই চোখের জল নিয়ে ফিরে চলে যান।

উল্লেখ্য, উত্তর দিনাজপুরের হেমতাবাদের মকরহাটে প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে থাকে মিলন মেলা। ভারত-বাংলাদেশের সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া। কাঁটাতারের দু’প্রান্তে এসে উপস্থিত হন দুই বাংলার মানুষ। কাঁটা তারের জালির ফাঁকে এক প্রান্তের মানুষের চোখ অন্য প্রান্তে থাকা তার পরিজনদের খুঁজতে থাকে। দীর্ঘদিন যাবৎ কিছুক্ষণের এই দেখা সাক্ষাতই মিলন মেলা হিসেবে পরিচিত দুই দিনাজপুরে।

যদিও এবছর বহুদিনের রীতি কেনও ভাঙা হল, কেনই বা এপার বাংলার মানুষের সঙ্গে ওপার বাংলার মানুষের দেখা করতে দেওয়া হল না এবিষয়ে বিএসএফ জওয়ানদের কারও কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। যদিও একরাশ আশা নিয়ে মিলন মেলায় এসে পরিজনদের সঙ্গে দেখা না করতে পেরে বিষাদ হয়ে পড়েন পরিজনেরা।

উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close