উত্তর দিনাজপুর জেলার বেহাল রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে এবার জনস্বার্থ মামলা হ’ল কলকাতা হাইকোর্টে। রায়গঞ্জের বাসিন্দা অঞ্জন রায় কলকাতার উচ্চ ন্যায়ালয়ে এই মামলাটি করেছেন মঙ্গলবার। ডালখোলা থেকে গাজল ভায়া রায়গঞ্জ, ইটাহার রেলপথের কাজ দীর্ঘদিন যাবৎ থমকে রয়েছে। সেই কাজ কবে নাগাদ শুরু হবে তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলাটি করেছেন অঞ্জন রায়। মোট ষাট কিলোমিটারের মত এই রেলপথ হলে খুব সহজেই রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে উত্তর দিনাজপুর জেলার। দীর্ঘদিন ধরেই রেল মানচিত্রে পিছিয়ে পড়া জেলা হিসেবে উত্তর দিনাজপুর জেলার নাম প্রায় প্রথম সারিতে। শহরের একমাত্র রেলপথ রায়গঞ্জ-বারসই যা দিয়ে সর্বসাকুল্যে দুটি এক্সপ্রেস ট্রেন চলে সেখানে দাঁড়িয়ে জেলাবাসীর দুর্ভোগ কাটাতে ডালখেলা থেকে গাজল ভায়া রায়গঞ্জ, ইটাহার রেল লাইন স্থাপনের দাবি নিয়ে জনস্বার্থ মামলা করলেন অঞ্জন রায়। অঞ্জনবাবুর অভিযোগ, দীর্ঘদিন ধরে ডালখোলা থেকে গাজল ভায়া রায়গঞ্জ, ইটাহার রেলপথের কাজ থমকে রয়েছে। কবে নাগাদ এই কাজ শুরু হবে কোনও কিছুই জানা নেই সাধারণ মানুষের। তাই এই কাজ কবে শুরু হবে হবে তা জানতে চাওয়া হয়েছে। পুনরায় এ কাজ শুরু করার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন বলে দাবি অঞ্জনবাবুর। অন্যদিকে এই মামলার বিষয়ে অঞ্জন রায়ের আইনজীবী কল্যাণ চক্রবর্তী জানান, অঞ্জন রায় হাইকোর্টে ডালখোলা থেকে গাজল ভায়া রায়গঞ্জ, ইটাহারের যে কাজ থমকে রয়েছে তা নিয়ে মামলা করেছেন। আশা করি- পরবর্তী সপ্তাহে এই মামলার শুনানি হবে। এ বিষয়ে মামলাকারী অঞ্জন রায় কি জানিয়েছেন শুনব-
তবে ডালখোলা-গাজোল ভায়া ইটাহার,রায়গঞ্জ রেলপথ চালু হলে যে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থায় নয়া দিগন্ত উন্মোচিত হবে তা হলফ করে বলা যায়
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের সঙ্গে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।