Uttar Dinajpur : বিজেপির ধন্যবাদ জ্ঞাপন মিছিলে পুলিশের আক্রমণ

আরও পড়ুন

বিজেপির ধন্যবাদ জ্ঞাপন মিছিলে পুলিশের আক্রমন। পুলিশ বিজেপি কার্যকর্তাদের আটক করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ জোর করে কার্যকর্তাদের আটক করে।

সূত্রের খবর, কালিয়াগঞ্জ কিশোরীকে ধর্ষন করে খুন এবং পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টা উত্তরবঙ্গ মানবিক বনধ ডেকেছে বিজেপি। মানুষ স্বতর্স্ফুতভাবে এই বনধকে সফল করেছে। বিজেপি উত্তর দিনাজপুর জেলা কমিটির বনধকে উত্তরবঙ্গের মানুষ স্বতর্স্ফুতভাবে সাড়া দেবার জন্য ধন্যবাদ মিছিল বের করে। মিছিল রায়গঞ্জ শহর পরিক্রমা করে রায়গঞ্জ থানার সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের উপস্থিতিতেই পুলিশ জোর করে বিজেপি কার্যকর্তাদের আটক করে।এনিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়।বাসুদেববাবুর অভিযোগ,পুলিশ শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে। নিরিহ বিজেপি সমর্থকদের পুলিশ জোর করে আটক করে।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close