আইটিআই কলেজ প্রাঙ্গণে ডিসিআরসি থেকে ভোট সামগ্রী সংগ্রহ করে শুক্রবার দুপুর গড়াতেই কালিয়াগঞ্জের বুথে বুথে পৌঁছতে শুরু করেছেন ভোট কর্মীরা। বিকেল ৫ টার আগেই কালিয়াগঞ্জের ১৭২ টি ভোট গ্রহণ কেন্দ্রেই ভোট কর্মীরা পৌঁছে গেছে বলে খবর। শনিবার সকাল ৭ টা থেকে ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ শুরু হবে। হাইকোর্ট পঞ্চায়েত ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত যা অবস্থা তাতে কালিয়াগঞ্জের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভোট গ্রহণ কেন্দ্রের কর্মীরা।
কালিয়াগঞ্জ ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের ২০২ টি গ্রাম সংসদ, পঞ্চায়েত সমিতির ২৪ টি এবং জেলা পরিষদের ৩ টি আসনে ভোট গ্রহণ করা হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জে মোট ভোটদাতার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৭৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯৪ হাজার ৫ জন এবং মহিলা ভোটার ৮৬ হাজার ৭৫৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৮৪১ জন। শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কালিয়াগঞ্জের ১৭২ টি ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বে ২০ টি সিভিল ও পুলিশ সেক্টর টিম রয়েছে।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।